Categories
আলাউদ্দিন আহম্মদ চৌধুরী
তিনি আমার শ্বশুর।
আমি আমার শ্বশুর কেও জীবিত অবস্থায় দেখি নাই। আমার স্ত্রী যখন অষ্টম ক্লাসে পড়ে, তখন তার বাবা মারা যান। আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করি, তখন আমার স্ত্রী সবে মাত্র ইন্তারমিডিয়েট পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তির তোড়জোর করছেন। ফলে আমার বিয়ে হবার প্রায় ৪/৫ বছর আগে আমার শ্বশুর মারা যান। আমার শ্বশুরের প্রাথমিক তথ্য গুলি এ রকমেরঃ
নামঃ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী
পিতাঃ সোনাম উদ্দিন চৌধুরী (সোনাম উদ্দিন চৌধুরীর পিতার নাম ছিল, ফাজেল আহম্মদ চৌধুরী)
স্ত্রীর নামঃ জেবুন্নেসা চৌধুরী
আমার শ্বশুরের ছিল আট কন্যা সন্তান এবং তিন পুত্র সন্তান।
আমার স্ত্রী ছিলো তাদের মধ্যে সর্ব কনিষ্ঠ।
তাদের ওয়ারিশ নামা যদি লিখি তাহলে দাঁড়ায় এ রকমেরঃ