০১/০১/২০০০- মিলিনিয়াম ডে

৩৮, গোলারটেক, মীরপুর, ঢাকা-১২১৬

বদি ভাই, আমি আর হাবিব ভাই এক সাথে বসেছিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম যে, ওনারা দুজনে যেনো একটি দল আর আমি যেনো তাদের প্রতিপক্ষ। সুতরাং কোনো উপায় নাই। ওনারা দুজনে মনে করেন যে, পৃথিবীর বেস্ট পসিবল সিদ্ধান্তগুলি ওনারা একা একাই নিতে পারেন , ফলে আর কারো মতামত, সাজেসন কোনো কিছুই তাদের কাছে খুব জরুরী নয়। সুতরাং আমি যদি এই মুহূর্তে তাদের থেকেও একটা উন্নত মানের সাজেসন দেই বা কন্সেপ্ট দেই, সেটা হবে একটা বেয়াদপি। আর সেটা তারা গ্রহন করবেনও না। তাহলে ব্যাপারটা একটু খুলে বলি। 

কয়েকদিন যাবত হাবিব ভাই বদি ভাইয়ের সাথে শলা পরামর্শ করে ঠিক করলেন যে, ফারুক, লিয়াকত এবংসাখাওয়াতকে উত্তরা আল হেরা ক্যাডেটে পড়াশুনা করাবেন। প্রচুর খরচ। এই তিনজনের জন্য প্রতি সেমিস্টারে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে যা একটা উচ্চবিত্ত পরিবারের জন্যও অনেক খরচ। হাবিব ভাইয়ের বেশ কিছু টাকা আছে যার যাকাতের পরিমান নেয়াহেত কম না। ওই যাকাতের পয়সায় হাবিব ভাই মনে করছেন যে, তিনি এই তিনজনের জন্য বেশ ভালভাবেই খরচ চালাইতে পারবেন। বদি ভাই এর দায়িত্ত নিচ্ছেন। 

আমি হাবিব ভাই এবং বদি ভাইকে বললাম, এই তিনজনকে এতো টাকা একবারে খরচ না করে, যদি এমন হয় যে, মেহেরের ছেলে, ফাতিমার ছেলে, লায়লার ছেলেসহ ফারুক, লিয়াকত এবং সাখাওয়াত মীরপুরে গোলারটেকে একটা বাসা ভাড়া করে এই সিদ্দান্ত স্কুলেই পড়াশুনা করে, তাহলে তাদের মধ্যে একটা কম্পিটিসন তৈরী হবে, একই টাকায় সব বাচ্চারা পরাশুনা করতে পারবে, আবার আমি অথবা বদি ভাই সরাসরি ওদের পড়াশুনা মনিটর করতে পারবো। হাবিব ভাই মানলেন না। তিনি বললেন, ঊনি কেনো অন্যদের দায়িত্ত নেবেন? তাদেরতো বাবা মা আছে!! আমি বললাম, এটা দায়িত্ত নেয়া নয়, এটা একই টাকা অনেকের জন্য ভালভাবে ব্যয় করা। এবং বেশি ফল পাওয়া। বদি ভাই এবং হাবিব ভাই কথাগুলির যুক্তিএবং সাজেসন্টা নিলেন না। 

হাবিব ভাই যাকাতের টাকা আত্তিয়দের দান করে যদি মনে করে থাকেন যে, তিনি আত্তিয়দের সাহাজ্য করছেন, এটা ভুল। খুব তাড়াতাড়ি ফারুক এবং লিয়াকত বাহিনী বিপথে যাওয়া শুরু করবে বলে আমার ধারনা। শেষতক ওদের কোনো পড়াশুনা আদৌ হয় কিনা আমার সন্দেহ আছে। যদি কোনো কারনে এই ছেলেপেলে গুলির লেখাপড়া না হয়, আমি দোস দেবো এই বদি ভাই এবং হাবিব ভাইয়ের পরিকল্পনার কারনে। তবে আমি  স্পস্ট দেখতে পাচ্ছি, ওরা বিপথে চলে যাচ্ছে। আমি ভুল্গুলি যেন দেখতে পাচ্ছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *