০২/০৭/২০২৩-ব্যবসা পরবর্তী অবসর গ্রহনের পরিকল্পনা  

ধরি, আমি অন্যান্য সরকারী চাকুরীজীবিদের মতো অবসর গ্রহনের একটা পরিকল্পনায় যাই।

আমি সরকারী চাকুরীর আর্মির জীবন থেকে ২০০৫ সালে নিজের ইচ্ছায় অবসর গ্রহন করি আর সেই থেকে আমি গার্মেন্টস ব্যবসায় জড়িত। যদি অবসর গ্রহন না করতাম, তাহলে স্বাভাবিক নিয়মে আমি প্রায় ২০১৪ সালে বর্তমান পদবীতেই অর্থাৎ মেজর পদবীতেই অবসরে যেতে হতো। অর্থাৎ আজ থেকে আরো প্রায় ১০ বছর আগে। আর যদি প্রোমোশন পেতে থাকতাম, তাহলে আমার বেশ কিছু বন্ধু যেমন জেনারেল হুমায়ুন, জেনারেল মতি, জেনারেল শাহেদ, জেনারেল মাকসুদ, জেনারেল ইমদাদুল বারী, কিংবা জেনারেল আকবরের মতো আমাকে এই ২০২৩ বা ২০২৪ সালেই অবসর গ্রহন করতেই হতো। ঠিক এই সময়ে হয়তো আমি মাসে বেতন পেতাম ২ লাখ টাকা আর পেনশন পেতাম হয়তো ২ কোটি টাকা। এরপর এই সম্বল নিয়েই আমাকে বেসামরিক জীবনে পদার্পন করতে হতো। এর মাঝে হয়তো আমি একটা গাড়ির মালিক হতাম। সরকারী প্লট পেতাম। আমার বাড়ি থাকতো না।

আজ ঠিক এই সময়ে আমি যদি আমার বর্তমান অবস্থা দেখি, তাহলে দেখবো যে, আমি বর্তমানে মাসিক বেতন নেই সাড়ে তিন লাখ টাকা। আমার নিজের একটা ছয় তালা বাড়ি আছে, আমার ৩ টা গাড়ি আছে, দুইটা সাভার ডিওএইচএস এ তে ফ্ল্যাট আছে, আমার প্রায় ৫০ কোটি টাকার একটা গার্মেন্টস আছে যার মধ্যে আমার মালিকানা ৩৫%, আমার চান্দের চরে ইতিমধ্যে প্রায় ৩০ বিঘার মতো জমি হয়েছে, পলাশপুরে আমার যে জমিগুলি আছে সেটা বিক্রি করলে পাবো প্রায় ৪ কোটি টাকা, আমার এফডিআর আছে আরো ৩ কোটি টাকার। অর্থাৎ সবকিছু মিলিয়ে যদি ক্যাশ হিসাব করি তাহলে হয়তো এর ভ্যালু দাঁড়াবে প্রায় ২৫ কোটি টাকা। তাহলে আমি কি এটা বলতে পারি না যে, আমার আর্লি রিটায়রম্যান্ট ভালো ছিলো? আর ঠিক যদি এই সময়ে আমি আমার বর্তমান পেশা ব্যবসা থেকে শতভাগ অবসর গ্রহন করতে চাই, তাহলে দেখা যাবে আমি সরাসরি বাড়ি বাদ দিয়ে, গাড়ি বাদ দিয়ে আমি ক্যাশ ইনভেষ্টমেন্ট করতে পারি এফডিআর হিসাবে প্রায় ২৫ কোটি টাকা। যদি সবচেয়ে খারাপ ইভালুয়েশন করেও মাপি তাহলে অন্তত ক্যাশ ১৫ কোটি টাকা ব্যাংকে রাখতে পারি। আমি হিসাব করে দেখেছি যে, যদি এই টাকাগুলি আমি ব্যাংকে এফডিআর করেও রাখি, তাহলে কমপক্ষে মাসে ১০ লাখ টাকা আমার আয় আসবে। কোনো কাজ করা ছাড়া, কোনো প্যারা নেয়া ছাড়া আমি প্রতিমাসে ১০ লাখ টাকা আয় করতে পারি। আমার জীবদ্ধশায় আসলে এটা অনেক টাকা আয়।

তাই আমি খুব সিরিয়াসলী ভাবছি যে, বয়স থাকতে থাকতে আমি আবারো অবসর নেবো। ঠিক তার আগে আমাকে কয়েকটা কাজ করে ফেলতে হবে। এদের মধ্যে অরুকে সাবলম্বি করে দেয়া অর্থাৎ ওর জন্যে অন্তত ১ কোটি টাকা ছেড়ে দেয়া। অতঃপর যেখানে যেখানে আমার জমি জমাগুলি অগোছালো অবস্থায় আছে সেগুলিকে সম্পুর্নভাবে গুছিয়ে বিক্রি করে দেয়া। আমার পরকালের জন্য কমপক্ষে এক কোটি টাকার একটা ওয়াকফ করা।

এই কতগুলি কাজ করতে আমার যতোটুকু সময় লাগবে, সেই সময়টুকু নিয়ে অতঃপর রিটায়ারমেন্ট করা। ঘুরবো, দেশ ঘুরবো, বন্ধুদের বাসায় বাসায় গিয়ে সময় কাটাবো। হজ্জ করবো বারবার, ওমরায় যাবো বারবার। যদি অবসর সময়টা কাটতে না চায়, তাহলে জমিজমা বিক্রির অথবা ডেভেলপারের কাজে লিপ্ত হবো খুবই লিমিটেড স্কেলে। আর সেগুলি হবে শুধু ক্যান্টনমেন্ট এলাকায় যেখানে বাইরের কোনো লোক ঝামেলা করতে না পারে। এতে হয়তো আমাকে ২ কোটি টাকার পুজি নিয়ে নামতে হবে। আমার ধারনা, সম্ভব।