০২/১১/১৯৮৭-এপেন্ডিক্স যে ২

আমার এপেন্ডিক্স জে অধিনায়ক ব্রিগেডে পাঠিয়েছেন কিনা আমি জানি না। আমার এই এপেন্ডিক্স জে প্রথমে ইউনিট হয়ে ব্রিগেডের মাধ্যমে কমান্ডারের এপ্রোভাল হয়ে ডিভিশনে জিওসির কাছে যেতে হবে। জিওসি যদি এপ্রোভাল দেন, তাহলে তিনি এটা আর্মী হেড কোয়ার্টারে পাঠাবেন। তারপর চীফের এপ্রোভাল হলেই আমার চাকুরীচ্যুত হবে। লম্বা প্রোসেস। আমাদের জিওসি হলেন মেজর জেনারেল নুরুদ্দিন স্যার। আজ আমাকে ডিকিউ জানালেন যে, আগামি যে কোনো দিন জিওসির ইন্টারভিউ হতে পারে। রেডি থেকো। ভাবলাম, তাহলে হয়তো ব্রিগেড থেকে আমার এপ্লিকেশন ডিভিশনে পাঠানো হয়েছে।