Categories
গত কয়েকদিন যাবত বারবার মনের ভিতর একটা প্রশ্নই উঠে আসছে। আমি জানি না এটা কতটা প্রাসংগিক বা আমার করা আদৌ উচিত কিনা। তারপরেও মনের ভিতরে কেনো জানি উত্তরটা জানতে খুব ইচ্ছে করে। অনেক পরাশুনা করছি এটা নিয়ে।
ধরুন, আজ কিয়ামত হয়ে গেলো। সারা দুনিয়া ভেংগে তছনছ হয়ে গেলো, বিশ্ব ভ্রমান্ড, মহাজগত, আল্লাহর সমস্ত সৃষ্ট জগত যা দেখতে পাই আর যা দেখতে পাই না, সব কিছু লন্ডভন্ড হয়ে জাজমেন্ট ডে তে এসে গেলাম। কোথাও আর কিছুই নাই। এই আকাশ, মহাজগত, এই পাহাড় পর্বত, মানুষজন, সমস্ত প্রানী সকল, বৃক্ষরাজী, গ্রহনক্ষত্র, যা যেখানে ছিলো সব কিছু শেষ হয়ে গেলো। বাকি আছেন শুধুমাত্র স্রিষ্টিকারী নিজে। সবার যার যার বিচার বিশ্লেষন করে কেউ বেহেস্ত, কেউ দোজখ ইত্যাদি পেয়ে গেলেন। আজীবনকাল পর্যন্ত স্রিষ্টিকর্তার নির্দেশে যে যেখানে থাকার আদেশ হল, সেখানে পৌঁছে গেলেন এবং প্রায়শ্চিত্ত বা সুখভোগে লিপ্ত হলেন। তারপর কি?
তারপরে কি স্রিষ্টিকর্তা চুপচাপ তার আরশেই বসে থাকবেন? নাকি আবারো তিনি আরেকবার কিছু একটা করবেন যা এইরুপ পৃথিবী, গ্রহনক্ষত্র, মহাজাগতিক বিস্তার, নতুন করে সৃষ্টি করে আবারো তার নবী, রাসুল, ফেরেস্তা সকল কিংবা এইরুপে ভালো মন্দ মিশিয়ে মানুষ্রুপী কিছু প্রজাতী, কিংবা জীনরুপি কোনো এক গোষ্টী আবারো তৈরী করে নতুন কিছু করবেন?
এ ব্যাপারে আমি আজ পর্যন্ত কোনো কোরআন, কিংবা হাদিসে আলোকে কিছু পাইনি যা কিয়ামতের পরে নতুন কিছু সিষ্টিকর্তা করবেন কি করবেন না। কি তার পরিকল্পনা, কি তার খেলা, কিংবা কি তার রহস্য। সর্বত্র যা পাই তা হচ্ছে, সব কিছুই শেষ কিয়ামতের মাধ্যমে। কিন্তু তখনো তো সৃষ্টিকর্তা রয়ে যাবেন, তার তো কোনো ধংশ নাই, তাহলে তখন তিনি কি সৃষ্টি করবেন, কি আকারে আবার সেই নতুন জগত হবে? এটার কোনো তথ্য কোথাও সৃষ্টিকর্তা কোথাও উল্লেখ করেন নাই।
অদ্ভুত না?