Categories
আমাকে পোস্টিং করা হয়েছে এয়ারপোর্ট দেখভাল করার। পোর্ট অ প্রিন্স এয়ার পোর্ট। বিমান বন্দরে প্রতিদিন সকালে যাই, সারা অফিস চত্তর একবার করে ঘুরে আসি। আমার সাথে আছে মেজর ফরিদ (১১ লং কোর্সের), ক্যাঃ শেখ মুনীরুজ্জামান ( মেহেরপুরের, আমার সাথে ৬ ফিল্ডে ছিলো) আর আছে ক্যাঃ জাহিদ। দুটি বড়বড় সৌদি তাবুতে আমরা আছি। তিন নম্বর তাবুটা আমাদের রিক্রেশন রুম। তাতে একটা দাবার সেট আছে, টিভিও আছে, ভিসিডি আছে, আর আছে একটা ছোট ফ্রিজ। কিন্তু আমাদের প্রত্যেকের তাবুতেও একটা করে টিভি আছে। আমরা শুয়ে শুয়েই টিভি দেখতে পারি। আমরা আমাদের এই ক্যাম্পে নামাজের জন্য আরেকটা তাবু করে দিয়েছি। এখানে নামাজের ব্যবস্তাহ আছে। বেশ গরম হাইতীর আবহাওয়া। এখানে নাকি কোনো শীতকাল নাই। সারা বছর আম ধরে। এদের কারেন্সি হেসিয়ান ডলার যার মান ১ ইউ এস ডলার দিলে ৫ হেসিয়ান ডলার পাওয়া যায়। আর এক ডলার দিয়ে প্রায় ৮ থেকে ১০ টা বড় বড় আম পাওয়া যায়। মানুষ গুলি খুব গরীব, আর পানির সংকট প্রচন্ড অথচ পাশেই ক্যারিবিয়ান সমদ্র।