১০/০৮/২০২৩-লোকাল এম পি মহোদয়ের বাসায়

আমি রাজনীতিবিমুখ একজন মানুষ। ফলে রাজনীতিবিদদের সাথে খুব একটা মেলামেশা হয়না বা করা হয়না। আমার অনেক রাজনীতিক বন্ধুদের বা কাছের মানুষকে আমি শুধুমাত্র বন্ধু, আত্তীয় কিংবা অভিভাবক ইত্যাদি হিসাবেই গন্য করি। আমার পাশেই আমাদের লোকাল এমপি মহোদয় জনাব বীর মুক্তিযীদ্ধা আগা খান মিন্টুও এমন একজন ব্যক্তিত্ব। থাকেন আমার বাসার অদূরেই। অত্যান্ত সজ্জন, মিশুক এবং সিম্পল একজন অভিভাবকসুলভ মানুষ। তিনি যতোটা না রাজনীতিক, তার থেকে অনেক বেশী ফাদারলি। তার আরেকটি পরিচয়- তিনি ছিলেন Active Freedom Fighter. ফলে অনেক না জানা ইতিহাসের তিনি এখনো চলমান বইয়ের মত।

কিছুদিন আগে মহোদয়ের সাথে চা খাওয়ার জন্য মহোদয়ের বাসায় দেখা করতে গেলে তার ফাদারলি এটিচুডের কারনেই তিনি অতিশয় আদর এবং সম্মানের সাথে আমাদের আপ্যায়ন করলেন। আমি মহোদয়ের এমন আথিথেয়িতায় যারপর নাই কৃতজ্ঞ। দীর্ঘায়ু কামনা করি মহোদয়ের।

আমার সাথে ছিল আমারই বাল্যবন্ধু লোকাল কমিশনার মুজিব সারোয়ার মাসুম। আমার এই বাল্য বন্ধুটিও একজন ভাল মানুষ। সবার প্রতি আমার ভালোবাসা।