Brother (This msg from Mortuja Bhai)
Before fix the sign board pls think about compliance issue. If our buyer understands it will be very big disaster. Because without compliance/ required certification we are not allowed any production at anywhere. This is the rules and that is why we are not giving the same name in any of our production unit.
মূর্তজা ভাই,
কমপ্লায়েন্সের ব্যাপারটা মাথায় নিলে অবশ্যই আপনি যেটা বলেছেন বায়ার অফিশিয়ালী এটা জানলে তারা অনেক প্রশ্ন করবে এবং সমস্যা হতে পারে সেটা শতভাগ সঠিক। কারন ঐসব ইউনিটের কোনো ভ্যালিড কাগজ পত্র আসলে নাই। এটা একটা দিক।
আরেকটা দিক হচ্ছে-রিভার সাইডের নামে আমদানী করা ইউনিট-১, ২ এবং ৩ তে আমরা যেসব মেশিনারিজ এবং অন্যান্য ইকুইপমেন্ট স্থানান্তর করেছি, সেগুলি পুরুটাই আমাদের মৌখিক সিদ্ধান্তে স্থানান্তরীত হয়েছে যার কোনো ভ্যালিড রেজুলেশন আমরা করিনি। শুধুমাত্র কিছু গেটপাশ চালান দিয়ে মেশিনগুলি ওখানে ট্রান্সফার করা হয়েছে যা একঅর্থে ভ্যালিড না। আবার ইউনিট-২ তে তো গেটপাশও নাই যা সরাসরি পোর্ট থেকে ওখানে স্থাপিত হয়েছে। লিখিত একটা বোর্ড রেজুলেশনের মাধ্যমে প্রসিজিউরটা অনুসরন করা দরকার ছিলো। কারন, কখনো যদি রিভার সাইডের নিজস্ব এসব মেশিনারিজের সঠিক স্ট্যাটাস, অবস্থান সংখ্যা জানতে হয় তাহলে কাগজপত্রের মাধ্যমে বা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এসব মেশিনারিজ স্থানান্তর হয়েছে কিনা, কিংবা গেট পাসের মাধ্যমে এগুলি চিরতরে স্বত্বাধিকার দিয়ে দেয়া হয়েছে কিনা ইত্যাদি রিভার সাইড সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে না। আর সেটা স্ট্যাবলিষ্ট করতে অনেক ঝামেলা আছে।
যেমন, মা ইন্ডাস্ট্রিজের জন্য আমরা ২টা (একটা ভ্যাকুয়াম মেশিন আরেকটা জেনারেটর) মেশিন কিনেছিলাম যেগুলি আমি ইতিমধ্যে বিক্রি করে দিয়েছি। কাগজপত্র মোতাবেক কেউ যদি খুজে, তাহলে কিন্তু ওই মেশিনগুলি আসলে অফিশিয়ালি রিভার সাইডের ছিলো এবং এখনো আছে (যদিও আমি আমার ড্রইংস এর সাথে এদের মুল্যগুলি এডজাষ্ট করেছি)। কিন্তু সেটাও ঠিক ছিলো না। আমার উচিত ছিলো, আরেকটা বোর্ড মিটিং করে ওই ২টা মেশিন রিভার সাইডের পক্ষ থেকে অন্যত্র বিক্রি করে আমার টাকা নিয়ে নেয়া। এ জন্যই ইউনিট-১, ২ এবং ৩ এর মেশিনারিজগুলিও আমাদের বোর্ডের মাধ্যমে লিখিত রেজুলেশন করে স্থানান্তরের অনুমোদন থাকা উচিত। এতে মেশিনারিজ গুলির সঠিক মালিকানার রেকর্ড থাকবে।
একইভাবে রিভার সাইডেরও একটা কমপ্লিট মেশিনারিজ, ইউকুইপমেন্টস এবং অন্যান্য ফার্নিচার ফিক্সচারের লিষ্ট থাকা দরকার এবং সেই ইনভেন্টরীতে যেসব মেশিনারিজ, ইকুইপমেন্টস এবং ফার্নিচার ফিক্সচার আমরা অন্যত্র পাঠিয়েছি সেটা সেই ইনভেন্টরী কোথায় স্থানান্তর করেছি সেটা উল্লেখপূর্বক বোর্ডের সাক্ষরযুক্ত অনুমোদন থাকা দরকার।
এখন যদি কমপ্লায়েন্সের ব্যাপারটা আসি, তাহলে, আমরা যে নামেই ইউনিট-১, ২ এবং ৩ কে ডাকি না কেনো (রিভার সাইডের নেম-প্রিফিক্স ছাড়া) সেগুলিও ঠিক একইভাবে তাদের স্ট্যাটাস বোর্ড রেজুলেশনের মাধ্যমে ক্লিয়ার করে রিভার সাইডের মালিকানায় নিয়ে আসলে রিভার সাইডের নেম-প্রিফিক্সড এক্সটেনশনগুলি আর ব্যবহার করতে হয় না। ।
আমার আইডিয়া ভুল হলে আমাকে জানাবেন প্লিজ।