প্রিয় নিজান স্যার,
আমার অন্তরস্থলের গভীর তলদেশ থেকে আপনার প্রতি আমার পরম শ্রদ্ধ্যা। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বর্তমান পোষ্টিং আদেশটি সাইন করার জন্য। আজকের এই পোষ্টিং আদেশটির চেয়ে আর কোনো ভালো খবর আমার আর নাই। এই পষ্টিং তা আমার এবং আমার পরিবারের জন্য খুবই দরকার এবং প্রয়োজন ছিলো। এটা আমাকে এবং আমার পরিবারের জন্য অবশ্যই একতা অতীব সুখবর ছাড়া আর কিছুই হতে পারে না। আবারো আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার আন্তরীক শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ দেখা হবে ঢাকায় আর্মি হেড কোয়ার্টারে।
আল্লাহ আমাদের সবার হহায় হোন।
ইতি
মেজর আখতার
ছাত্র অফিসার
ওজি এস সি-এ ডি-২
আঋলারী সেন্টার এন্ড স্কুল, চট্টগ্রাম
12/12/2000-Dear Major Nizan Sir,
My heartiest respect to you. I must and must thank you from my side and on behalf of my family too for the posting order you signed. Nothing was better news than that of my posting order today. This is really going to help my family, I told you earlier sir. Again I express my sincere gratefulness to you. I will be meeting you soon at AHQ, Dhaka insshaallah.
May Allah help us all.
Maj Akhtar Hossain
OGSC (AD) –2
Arty Center and School
Halishahar