১৪/১০/১৯৯৫-ভুট্রুস ঘালির হাইতি পরিদর্শন

আগে থেকেই দুটো খুবই ভিভিআইপির ভিজিট প্রোগ্রাম দেওয়া হয়েছিলো। প্রথমটা হলো জাতিসংঘের মহাসচিব ভুট্রুস ভুট্রুস ঘালি (সস্ত্রীক, লিয়া মারিয়া) এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আল গোর (সস্ত্রীক, এলিজাবেথ টিপার)। অনেক প্রকারের কাজের মধ্যে এই দুটি ভিজিট নিয়ে প্রায় সব গুলি কন্টিনজেন্ট খুব ব্যস্ত। তাদের সিকিউরিটি বিশেষ করে। আজ দুপুরের দিকে জাতিসংঘের মহাসচিব ভুট্রুস ঘালি এবং তাঁর স্ত্রী লিয়া মারিয়া হাইতিতে এসেছেন। এই প্রথম আমি জাতিসংঘের মহাসচিবকে সরাসরি জীবন্ত চোখে দেখলাম। বেশ বয়স্ক লোক। তাঁর স্ত্রীও অনেক বয়স্ক। মহাসচিব ভুট্রুস ঘালি মিশরের লোক। প্রায় ৭০ এর উপর তাঁর বয়স।

আমাদের এস আর এস জি (Special Representative of Secretary-General) লাখদার ব্রাহিমী মহাসচিবকে সাদরে এয়ারপোর্টে রিসিভ করলেন। ভুট্রুস ঘালী এয়ারপোর্টে নেমেই সোজা চলে গেলেন হাইতিতে অবস্থিত ইউ এন হেড কোয়ার্টারে। সেখানে আমাদের যাওয়ার কোনো দরকার ছিলো না তবে আমাদের কন্টিনজেন্ট কমান্ডার ফরিদ স্যার গেলেন।

আগামিকাল আবার আসবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আল গোর। আমরা বিকালে তাঁর আগমনে অনেক প্রিপারেশন নিতে হলো। কোথায় কে কিভাবে নিরাপত্তা বিধান করবে সেতা একবার রিহার্সেল হলো। ব্যাপারটা মনে হচ্ছে যে, ভুট্রুস ঘালীর জন্য যে সব নিরাপত্তা বিধান করা হয়েছে, তাঁর থেকে অনেক বেশী গুন নিরাপত্তা বলয় তৈরী এবং সে মোতাবেক প্রস্তুতি নিচ্ছে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *