উচ্চাখাংখার চেয়ে যখন কোনো মানুষ বা শহর ছোট হয়ে যায়, তখনই বেড়ে উঠে বড় বড় গ্যং। রেলওয়ের প্ল্যাটফর্মের ইদুররা কোনো আওয়াজে গর্তে ঢোকে যায় বটে কিন্তু গ্যাং স্টাররা সে রকম কোনো রেলওয়ের ইদুর না। তারা কারো হুমকিতেই ভয় পায় না। আন্ডার ওয়ার্ল্ডে সব গ্যাংরা একটা ফ্যামিলি গ্যাং এর মতো। মৃত্যুতেও ওরা ভাঙবে না, বরং ওদের প্রতিজ্ঞা আরো কঠিন হয়ে যায়। এই গ্যাং সদস্যারা একে অপরের উপর শতভাগ ট্রাষ্ট করে, তাই তারা ট্রাস্টের উপর ইনভেস্টিগেশন করে না। কিন্তু যখন কোনো সন্দেহ হয়, তারা সন্দেহের উপর ইনভেষ্টিগেশন করে। সব সাধু যেমন দেখতে একই রকম লাগে। তেমনি তাদেরকেও দেখতে একই রকম লাগে।