সবখানেই আমার মতো কিছু বোকা লোক আছে-আমি একা না। নিজার (Niger) অভ্যুথানের বিরুদ্ধে হয় বেশী আবেগে অথবা বোকার মতো অথবা কাউকে খুশী করার জন্য নিজারে (Niger) অভ্যথানের ৩য় দিনে একোয়াস (ECOWAS) এমন একটা হুমকী দিলো যে, হয় নিজারকে (Niger) পূর্ববর্তী সরকার প্রধান মোহাম্মাদ বাজোমকে স্থলাভিষিক্ত করতে হবে, আর তা না হলে একোয়াস (ECOWAS) তাঁর মিলিটারী শক্তি প্রয়োগ করে হলেও বাজোমকে আবার গদিতে বসাবে। এই আবেগীয় হুমকী আমার কাছে কোনোভাবেই সমর্থনযোগ্য মনে হয়নি। কেনো হয়নি সেটাই বলছি।
একোয়াসের (ECOWAS) মধ্যে মোট দেশ ১৫টি। এরা হচ্ছে বেনিন, বারকিনো ফুসু, কাবোভার্ডে, আইভরি কোষ্ট, গাম্বিয়া, ঘানা, গিনিয়া, গিনিয়া বাস্যু, লাইবেরিয়া, মালি, নিজার , সেনেগাল, সিয়েরা লিয়ন এবং টোগো।
একোয়াসের (ECOWAS) এই ১৫ টি দেশের মোট সামরিক জনবল (প্যারা মিলিটারীসহ) হলো ৩৭৭২০০ জন। এর মধ্যে নাইজেরিয়া একাই হলো ২৩০০০০ জন। আর বাকী ১৪৭২০০ হচ্ছে বাকী ১৪ টি দেশের।
একোয়াসের (ECOWAS) ১৫টি দেশের মধ্যে মোট ৬টি দেশ নিজারের (Niger) অভ্যুথানকে সমর্থন করে। ফলে নিশ্চয় তারা একোয়াসের (ECOWAS) হয়ে নিজারে (Niger) মিলিটারী ইন্টারভেনশনে যাবে না। এই ৬টি দেশের সামরিক বাহিনীর জনবল হলো ৮৫০০০জন। এরমানে একোয়াসের (ECOWAS) মেম্বার নাইজেরিয়া ছাড়া মাত্র ৬২২০০ জন অংশগ্রহন করতে পারবে। আর নাইজেরিয়াসহ পারবে ২৯২০০০ জন। এই সংখাটা হচ্ছে যদি ১০০% লোক অংশ নেয়। কিন্তু কোনো মিলিটারী ইন্টারভেনশনে কোনো দেশের সমস্ত সামরিক বাহিনীকে জড়ায় না, মাত্র ৩০% থেকে ৩৫% হয়তো অংশ গ্রহন করবে। সেক্ষেত্রে নাইজেরিয়ার থেকে অংশ নিতে হবে প্রায় ৮৫০০০ আর বাকি ২০-২৫ হাজার অংশ নিবে বাকী দেশগুলি থেকে।
এখানে আরেকটা মজার কাহিনী হয়েছে যে, আফ্রিকান ইউনিয়ন কোনোভাবেই একোয়াসের (ECOWAS) এই মিলিটারী ইন্টারভেনশনে সম্মতি দিচ্ছে না। আফ্রিকা ইউনিয়নের মধ্যে আগের ৬টি দেশ (যারা অভ্যুথানকে সমর্থন করেছে) ছাড়া আছে আরো ৫টি দেশ যারা একোয়াসের (ECOWAS) মিলিটারী ইন্টারভেনশনে যোগ না দেয়ার কথা। তারা হচ্ছে-বেনিন, আইভরি কোষ্ট, সেনেগাল, সিয়েরা লিয়ন, এবং টোগো। অর্থাৎ ৬টি দেশ অভ্যুথানকে সমর্থন করেছে, এবং আফ্রিকান ইউনিয়নের মেম্বার হিসাবে আরো ৫টি দেশ অংশ গ্রহনে সম্মতি দিচ্ছে না। সুতরাং একোয়াসের (ECOWAS) মধ্যে থাকছে মাত্র ৪টি দেশ, তাঁর মধ্যে নাইজেরিয়া অন্যতম। এরমানে শুধুমাত্র নাইজেরিয়াই একমাত্র দেশ যা নিজারের (Niger) বিরুদ্ধে ইন্টারভেনশন করতে হবে একোয়াসের (ECOWAS) পক্ষ থেকে। অন্য দেশগুলি হচ্ছে টোকেন পার্টিসিপেশনের মতো। War between Nigeria VS Niger+
এদিকে নাইজেরিয়ার সাধারন জনগন ইন্টারভেনশনের বিপক্ষে। তারা কিছুতেই নিজারের (Niger) বিরুদ্ধে নাইজেরিয়াকে ইন্টারভেনশনে যেতে দিতে চায় না। তাহলে একোয়াস (ECOWAS) চেয়ারম্যানের এমন একটা নন-ক্যালকুলেটিভ হুমকী দেয়া কি ঠিক হয়েছে? এখন একোয়াস (ECOWAS) চেয়ারম্যান কি করবে সেটাই বুঝতেছে না। খালি এববার এইটা কয়, আবার ওইটা কয়। গালে হাত দিয়া বসে থাকে আর ভাবে-কি করলাম? একোয়াস (ECOWAS) চেয়ারম্যানের বউও মনে ক্ষেপা এখন।
তাঁর উচিত ছিলো ডিপ্লোমেটিক সলিউশনের কথা আগে বলা।
সব জায়গাতেই কিছু আমার মতো বোকা পাবলিক থাকে, না বুইজ্জাই লাফায়। যেমন অনেকে কয়, ইউক্রেন নিয়া নাকি আমিও লাফাই। আপ্নারাও কন দেখি-ইউক্রেন কি আমার দাদার দেশ না আমি ওখানে জমি কিনে বাড়ী বানাইছি?