Categories
এই যে ছবিটা দেখছেন? এটা গার্মেন্টস শিল্পের একটি নীডল আর প্রেসারফুট এর ছবি। ইতিমধ্যে ঝং ধরেছে। এই নীডল আর প্রেসারফুটে যতো ঝং ধরবে, দেশের অর্থনীতিতেও ততোই ঝং ধরা শুরু হবে। এই রকম হাজার হাজার শিল্প কারখানা ঝং ধরার কারনে পৃথিবীর বহু জাতী অর্থনইতিক ধংশের মুখে পতিত হয়েছে আবার যারা এর সুরক্ষা করেছে, তারাই উপরে চলে এসছে। গুটিকতক মানুষকে দিয়ে যেমন একটা বাহিনীকে বিচার করা যায় না, আবার গুটিকতক খারাপ শিল্পপতিকে কাউন্ট করেও পুরু শিল্পকেও বিচার করা যায় না।