রবিবার, মাঝিরা ক্যানটনমেনট, ০২৪৮ a.m
তীর ভাঙগা ঢেউ আর তীরে ভাঙগা ঢেউ কি একজিনিশ? নাহ, কখনই দুটুজিনিষ এক হতে পারে না। একটি হচ্ছে প্রচণ্ড শক্তিশালী গতিসমপন্ন জিবনের প্রতিক আর অন্যটি হচ্ছে একটি মরা ইতিহাস যার শুধু অতীত আছে কিন্ত বরতমান বা ভবিসশত নাই। এমনই একটা ইতিহাস যেন রচিত হল এই সপ্তাহে। ঘটনাটা মেজর জেনারেল আনোয়ার কে নিয়ে। আমি তাঁর GSO-II (Operation) Staff হিসাবে কাজ করছি। আমার সেনাবাহিনির জীবনে এটা একটা বড় এপ্য়েনমেনট এবং আটিলারি হিসাবে এটা কোরের জন্য অনেক বেশি সম্মানের। আমি নিজেও এই এপ্য়েনমেনট কে আমার এবং আমার কোরের একটা টারনিং পয়েন্ট হিসাবে মেনে নিয়েছি। পদাতিক ডিভিশন এ যেখানে সব পদাতিকের আদিপত্ত, সেখানে এক জন আটিলারি হিসাবে খুব বেশি সুখের হবার কথাও নয়। তাঁর পরেও আমি চ্যালেঞ্জেটা সাহসের সাথেই নিয়েছিলাম। যা হোক, এ ব্যাপারে পরে লেখা যাবে। এখন যা বলতে চেয়েছিলাম, তাই বলি।
মেজর জেনারেল আনোয়ার ১১ পদাতিক ডিভিসনের জিওসি। রাজা যাকে বলে আরকি। জিওসির অপারেশনাল কোড নামও কিন্তু “সম্রাট”। সুতরাং বুঝতেই পারছেন জিওসি মানে আসলেই রাজা। মেজর জেনারেল আনোয়ার এর গায়ের রং যদিও কালো কিন্তু চেহারার মধ্যে একটা বনেদি ভাব আছে। এবং তিনি প্রকরিত পক্ষে একজন বনেদি ঘরের লোকও বটে। কিন্তু তাকে নিয়ে অনেক রিওমার আছে ক্যানটনমেনট এর ভিতরে। রিওমার আছে যে, কেহ কেহ মেজর জেনারেল আনোয়ার কে যমের মতো ভয় পায় আবার কেহ কেহ মেজর জেনারেল আনোয়ার কে ঘ্রিনা করে। কেন করে এর ব্যাখ্যা আমার কাছে নাই। তবে আমার কাছে মেজর জেনারেল আনোয়ার আজ পর্যন্ত এমন কোন কিছুই করেন নাই যার জন্য আমি তাকে খারাপ কিছু বলতে পারব। আমি তাকে পসন্দ করি। মেজর জেনারেল আনোয়ার সম্ভবত আর্মির চিপ হবার একটা স্বপ্ন দেখছেন। তাঁর সে আশার একটা মৃত্যু হল আর কি। তাঁর পোস্টিং হয়েছে Ministry of Foreign Affairs এ। সম্ভবত বাইরে কোথাও Ambassador হিসাবে পাঠানো হবে। He may not come back to Uniform again, But what I thought is that he was needed for a better army. When he was CGS, he tried to implement a system in the training doctrine in Bangladesh Army, and when I worked with him as GSO-II (operation), I found his very meticulous in implementing training as soldiers’ requirements. That’s why I just want to say that for a better Army, he was a wave which was waiting to hit the target. কিন্তু কিছুই করার নাই, বালাদেশের রাজনিতি বড় কঠিন। কে যে কখন কি হয়ে উঠে তাঁর হিসাব রাখা ভারী মস্কিল।