২১/০৮/২০২৩-মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ উধাও

Metaverse Foreign Exchange Group – MTFE

মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ নাকি ১০ হাজার কোটি টাকা নিয়ে উধাও। আর এর ৯০% গ্রাহক নাকি বাংলাদেশের। সিংগাপুর বা কানাডাভিত্তিক পরিচালিত।

খবরটা শুনে দেশের জন্য খারাপ লাগলেও গ্রাহকদের বেলায় আমার ন্যুনতম খারাপ লাগেনি। কেনো গ্রাহকদের জন্য খারাপ লাগেনি সেটা বলছি।

৬৫০০০ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে ২৪০০০ টাকা মুনাফা দেবে এই মেটাভার্স। এরমানে ৪৫০% হারে। আবারো বলছি- চার শত পঞ্চাস পারসেন্ট হারে। এটা কি বিশ্বাসযোগ্য কোনো ফর্মুলা? আমরা যারা ব্যবসা করি, তার ১০% প্রফিট পেলেই বলি, আলহামদুলিল্লাহ, অনেক প্রফিট। আর মেটাভার্স দিচ্ছে ৪৫০%? কোথায় কোন ব্যাংক, ফাইনান্সিয়াল ইন্সটিটিউট কিংবা শেয়ার মার্কেট কিংবা দাদন ব্যবসায়ী এত হারে প্রফিট দিয়েছে?

এদেশের মানুষকে কেউ বোকা ভাবার কোনো কারন নাই। মানুষ বোকা নয়। মানুষ আসলে লোভী, অলস এবং ভয়ানক চতুর। শর্টখাটে দ্রুত সময়ের মধ্যে পরিশ্রমবিহীন অনেক বড়লোক হতে চায়। তারা একবারও ভাবেনা যে, শর্টখাটে পরিশ্রমবিহীন কেউ বড়লোক হতে পারে না।

বড়, মাঝারী কিংবা ছোট ছোট সাকসেস পাওয়া কোম্পানি গুলির দিকে যদি তাকান, দেখবেন, তারা কি পরিমান পরিশ্রম করে এই পর্যায়ে এসছেন। অনেকটা যুদ্ধ করতে হয়েছে।

অথচ, এই যে মেটাভার্সের গ্রাহকরা তারা লাখ লাখ টাকা বিনিয়োগ করেছে পরিশ্রম ছাড়া মাসে মাসে অনেক অনেক টাকা রোজগার করে ফেলবেন বলে। এই মেটাভার্সের কোনো অফিস এদেশে নাই, কোনো লিয়াজো অফিস নাই, নাই কোনো কর্মচারী। কিছু হায়ার করা খন্ডকালীন কিছু এজেন্ট আছে যাদের কোনো নিয়োগপত্রও নাই।

কাউকে পাচ হাজার টাকা ধার দিলেও তো মানুষ সেই টাকাটা ফেরত পাবে কিনা, আর পেলেও কতদিনে ফেরত পাবে এগুলি নিয়েও ভাবে। আর এই মেটাভার্সে লাখ লাখ টাকা বিনিয়োগ করলো কেউ এর নিরাপত্তা নিয়ে একবারও ভাবলো না? গরু বেচবে,বাইক বেচবে, জমি বেঁচবে কারন মেটাভার্স ৬৫০০০ টাকায় মাসে ২৪০০০ টাকা লাভ দেবে। যখন মেটাভার্স উধাও, এই গ্রাহকেরা এবার জানেনও না, কার কাছে গিয়ে এই বিনিয়োগ ফেরতের কথা জানাবে।

"যুবক", ইউনিপেটু, ডেস্টিনি, ইভ্যালি এ রকম অনেক অনেকবার প্রতারিত হয়েও এসব মানুষের শিক্ষা হয়নি।

আমি অবাক হচ্ছি না যে, আগামিতেও এমন খবর যে পাবো না।

লোভী গ্রাহক, তুমি ঠকবাই, কারন তুমি কাজ করতে চাও না, তুমি অলস, তুমি সহজে বড়লোক হতে চাও, তুমি অনেক অনেক টাকার মালিক হতে চাও। আর তোমার ইচ্ছা ঠিক থাকলেও তোমার কর্মপন্থা একেবারেই ভুল। তুমি আজীবন ঠকতেই থাকবা।

খারাপ লাগে দেশের জন্য যে, তোমাদের মত লোভী কিছু মানুষের জন্য হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়। সেদিক থেকে যদি বলি, তোমরা লোভীর সাথে সাথে রাষ্ট্রের জন্যেও ক্ষতিকারক।

(কোনো নির্দিষ্ট গ্রাহককে উদ্দেশ্য করে এই লেখা নয়। তবে যারা এমন কাজ ভেবেচিন্তে করেন না, তাদের এই খারাপ পরিনতির জন্য তারাই দায়ী, এটা বিশ্বাস করে ভবিষ্যতে আর পা দেয়ার কথা ভাববেন)