২৩/০৯/১৯৯৯-জেনাঃ আনোয়ার-বিদায় পর

বৃহস্পতিবার , মাঝিরা ক্যানটনমেনট

গতকাল থেকেই একটা কেমন কেমন যেন শূন্য শূন্য অনুভব করছি। সব কিছুই আগের মতই আছে অথচ আগের মতো আজকে অফিসে আমার মন বসছে না। আগের মতো কোন কাজে গতি পাচ্ছি না। মনে হয় খুব টায়ার্ড লাগছে। বারবার এবং খনে খনে মনে হচ্ছে কি যেন মিসিং। কি যেন নাই। কি নাই? একটা প্রিয় মানুষকে হারালে যা মনে হয়, আমার যেন তাই মনে হচ্ছে। আমি কি জেনারেল আনোয়ার কে ভালোবাসি?  ওনি গতকাল ঢাকায় চলে গেছেন।  গতকাল রাতে আমি মেজর জেনারেল আনোয়ার এর বাসায় ফোন  করেছিলাম। সম্ভবত মেজর জেনারেল আনোয়ার এর ছেলে ঊপল ফোনটা ধরেছিল। আমি আসলে জানতে চেয়েছিলাম, মেজর জেনারেল আনোয়ার ঠিক মতো ঢাকাতে  পৌঁছায়েছে কিনা। উপল বলল যে জেনারেল আনোয়ার এখনো পৌঁছান নাই। আমি কেন ফোনটা করেছি, অথবা ফোনটা আদৌ করা ঠিক হয়েছে কিনা আমি জানি না, আমি জিএসও- ২ (অপস) হিসাবে জিএসও- ১ অথবা কর্নেল  স্টাফকেও ফোন করে জেনে নিতে পারতাম। কিন্তু আমি জানি, জিএসও- ১ (Lt Col Azim) অথবা কর্নেল  স্টাফ (Col Mollah Fazle Akbar) কেহই জিনিষটা পসন্দও করবেন না। আগের জিএসও- ১ ছিলেন Lt Col Hossain Shahid Shohrawardi and Col Staff was Col Iqbal karim bhuiyan. আমি আসলে কোন জিএসও- ১ অথবা কর্নেল  স্টাফ এর সাথে  অতটা ফরমাল ছিলাম না। তাঁরপরেও কেন যেন ওঁনাদেরকে ফোন করা হয় নাই। রাত ৯২০ মিনিটে কমান্ড ভইসে আমাকে জানাল যে জিওসি জেনারেল আনোয়ার তাঁর ঢাকার বাসায়  পৌঁছেছেন।  তৌহিদও (এ ডি সি) জেনারেল আনোয়ার এর  সঙে গেছে ঢাকায়।

শুনতে পাচ্ছি, ১১ আর্টিলারী কমান্ডার ব্রিগ্রেডিয়ার রফিক আপাতত দায়িত্ব পালন করবেন।