সিনহা হত্যা সবাই দেখেছে, সিনহার লাশ সবাই দেখেছে। সিনহা বন্দুকের গুলিতে নিহত হয়েছে, এটা বাস্তব। এটা কোনো গাজার আসরে বসে কোনো মাতালের বয়ান নয়। এটা কোনোভাবেই বিশ্বাসের বাইরে বা ভাবনার বাইরে নয় যে, সিনহাকে হত্যা করা হয় নাই। কারন এটা কোনো লেখকের কল্প কাহিনী নয়। কিন্তু... এরপর?
ক্ষমতা, ক্ষমতার পদাধীকার আর সেই ক্ষমতার প্রভাব এই সমাজে সেই কাজ করা যায় যা সাধারন মানুষ ভাবতেও পারে না, বুঝতেও পারে না। তাহলে সাধারন মানুষ কি করতে পারে? "প্রশ্ন"- হ্যা, সাধারন মানুষ শুধু প্রশ্ন করতে পারে। আর যদি সেই প্রশ্নের উত্তরের জায়গায় তারা শুধু নীরবতাই পায়, তাহলে সাধারন মানুষ নীরব থেকে সেই নীরবতাকেই উত্তর মনে করে।
সিনহা হত্যা এখন এমন এক প্রশ্নের উদয় করেছে- আদৌ কি সিনহা নামের কোনো সেনাবাহিনীর চৌকস অফিসার ছিলো যে কিনা কোনো এক রাতে একদল আইন শ্রিংখলা বাহিনীর পুলিশের দ্বারা নির্মমভাবে নিহত হয়েছে? হয়তো ছিলো, হয়তোবা ছিলই না। এমনো হতে পারে- এটা কোন লেখকের মনগড়া কল্পনাপ্রসুত লোমহর্ষক এডভেঞ্চার কাহিনীর কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা যা শুধু লেখকই জানেন।