২৫/০৫/২০১৬- একটা কোয়ালিটি পূর্ণ সময়

Categories

 

একটা কোয়ালিটি পূর্ণ সময় অতি অল্প হলেও এর মুল্য অনেক বেশি। যেমন, আপনার মন খারাপ? বাইরের বারান্দায় খোলা হাওয়ায় নীল আকাশের দিকে কিছুক্ষন তাকিয়ে থাকুন, মন ভাল হয়ে যাবে। অথচ দিনের পর দিন আগুনের মত উষ্ণ চুলার পাশে বসে থাকলেও আপনার মন ভাল হবে না।

বড্ড মন খারাপ হচ্ছিল এ কয়দিন। লম্বা একটা বিরহের মত সময়টা কাটছিল, মনে হচ্ছিল আকাশের নীল আমার চোখে পড়ে না, প্রাকৃতিক গাড় সবুজের গাছগাছালি আমার নজরে পড়ে না, আশেপাশের ছোটছোট ছেলেমেয়েদের কলকাকলিও আমার কানে পৌঁছে না। ভরদুপুরকেও মনে হচ্ছিল মেঘলা আকাশের মত ধূসর।

অথচ আজ মাত্র এক ঘণ্টার একটা অস্পৃশ্য সোনালী মিলন আমার এতোদিনের সব অস্থিরতা, আমার সব অবসাদ, ক্লান্তি দূর করে দিল। প্রান ঠাণ্ডা হয়ে গেলো, মন সতেজ হয়ে গেলো। সোনালী রোদ্দুরের মত দিনটা একেবারে ফিক করে হেসে দিয়ে বল্ল, এখন খুশি তো?