২৬/০৭/২০২৩-ফেসবুক একটা বিনোদনের জায়গা

ফেসবুক একটা শুধু বিনোদনের জায়গায়ই নয়, এখানে অনেক মানুষকে ব্যবসা না করেও ব্যবসায়িক নিটিগিটি না বুঝেও অনেক দারুন দারুন ব্যবসায়িক তত্ত্ব দিতে দেখি, অনেক ইন্টেলেকচুয়াল রাজনীতির মারপ্যাচ না বুঝেও বেশ ধারালো বক্তব্য দিতে দেখি, ফরেন পলিসির সাথে দেশীয় পলিসির যোগ সুত্র না বুঝেও বেশ এমন এমন যুক্তি দেন যেনো ওনাদেরকে যদি বলি একটা পলিসি দেন, তখন আবার দিতে নারাজ। যদি ব্যবসা করতে বলি, সেটাও করতে নারাজ, যদি রাজনীতিতে এসে হাল ধরতে বলি, সেখানেও নারাজ।

রিজার্ভ কি, এলসি কি, ব্যাক টু ব্যাক কি, অফসোর ব্যাংকিং কি, ইউপাস এলসি, এপিআর, এপিওয়াই, ক্রেডিট রেটিং কেনো কিভাবে করা হয়, জিএসপি কি ইত্যাদি যদি জিজ্ঞেস করি, কেমন জানি এড়িয়ে যান। খুব সহজ কিছু যদি জিজ্ঞেস করি যে, প্রাইম রেট, ফিক্সড রেট, পিরিয়ডিক রেট, ইন্টারেষ্ট রেট, ইন্ডেক্সড রেট এদের মধ্যে তফাত কি কিংবা  মুলস্ফিতি কি, কেনো হয়, ইম্পোর্টে ফরেন কারেন্সীর ভূমিকা কি, এক্সপোর্টে ব্যবসায়ীদের কি করনীয় কিংবা ইম্পোর্টারের সাথে এক্সপোর্টারের এলসির মধ্যে কি ধরনের ইফেক্ট করে ফরেন কারেন্সী, যখন এগুলি নিয়ে একটু আলাপ করতে চাই, তখন জানি কেমন কেমন করে।

কাউকে অসম্মান করছি না, যে কোনো বিশয়ে একটু জ্ঞান আহরন করে যদি কেউ এতোটুকু পার্টিসিপেট করতে পারেন, তাহলে অনেক মন্তব্য পড়েও আমরা কিছু শিখতে পারতাম। অবশ্য এগুলিও বিনোদন। আমি সেভাবেই নেই। ওনারা না থাকলে ফেসবুক এতো আনন্দময় হতো না।