২৬/০৯/২০২৩-দলকানা আর দেশপ্রেম 

হলুদ আরো আরো আরো বেশি হলুদ হইলে যেই রকম কঠিন হলুদ হয়, ফেসবুককে মাঝে মাঝে আমার সেইরাম হলুদিয়া মিডিয়া মনে হয়। বিভিন্ন ইস্যুতে কারো কারো পোষ্টে এমন ধারনা হয় যে, এই বুঝি সেইটা যেইটা আমি চাইতাছি। ২য় আলো ৩য় আলোর সংবাদের মত। দেখবেন এই ২য় বা ৩য় আলোর খবর পড়লে মনে হবে ইউক্রেন রাশিয়ারে এমন নাচন নাচাইতাছে যে, পুতিন জেলেনেস্কির কাছে খালি করজোরে মাফ চাওয়া বাকি।

অথবা

ফেসবুকের কিছু কিছু লোকের পোষ্ট পড়লে মনে হবে দেশের ভিতরের সব খবর তাদের পেটে। যেমন, হেলিকপ্টার রেডি, উড়াল দিচ্ছে উগান্ডার শাশক, কিংবা অমুক তারিখ থেকে উগান্ডা চলবে বুগান্ডার আদেশে, কিংবা নিষেধাজ্ঞা এমন জায়গায় ভিড়ছে যে, ঘরে ঘরে "হায় হোসেন হায় হোসেন" এর মত মাতম। অথবা উগান্ডা এমন অর্থনীতির গ্যারাকলে পড়ছে যে, পাবলিক না খাইয়া না খাইয়া সব কংকাল হইয়া যাইতেছে। কিন্তু বাস্তবে কোনোটাই ঠিক তাদের প্রচারের মত না যতটা লিখেন। হেলিকপ্টার উড়েনা,বুগান্ডার আদেশ কার্যকরী হয় না, বাজারে ভীর কমে না, রাস্তায় গাড়ির জন্য জ্যাম কমে না, মলের ফুডকোর্ট গুলিতে বসার জায়গা মেলে না।

আবার কিছু লোক আছে,উগান্ডারে এমুন ভালোবাসে যা বলার না কিন্তু খায় দায় হাগে মুতে আরেমিকা বা কাডানায় বা ইলাতি অথবা ইউপোর। তারা আসলে লাইম লাইটে আসতে চায়। যোগ্যতার প্রশ্ন না, এটা একটু ভাইরাল হবার চেষ্টা।

আরে ভাইজানেরা, দেশপ্রেম আর দলকানা এক জিনিষ না। দেশপ্রেম দেখতে চান? নীরবে চলে যান সেইসব মানুষদের কবরে যেখানে শুয়ে আছে দেশের জন্য যুদ্ধ করা আপনার থেকেও কম বয়িসি যুবক যাদের বাবা মা ভাই বোন স্ত্রী পরিজন থাকা সত্তেও শুধু দেশকে ভালবেসে শহীদ হয়েছেন। বুকে হাত দিয়ে বলুন- আপনার পরিবারের কয়জন সেই শহিদদের মধ্যে আছে? আবার এইটা কইয়েন না যে, আপনার চাচার শালার বউয়ের বান্ধবীর খালাতো ভাই শহীদ, তাই সেও আপনার পরিবারের অংশ।

আর দলকানা দেখতে চান? তাহলে একটা আয়না নিন, ভিতরে যাকে দেখতে পাবেন, তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *