২৮/০৮/১৯৯৯-স্টাফ কলেজ থেকে বগুড়া

 

Almost এক বছরের ও বেশি সময় মিরপুর স্টাফ কলেজ এ ছিলাম। বগুড়া ক্যানটনমেন্টে পোষ্টটিং হয়েছে। ফ্যামিলিকে ঢাকায় রাখতে হবে। বদি ভাই অগ্যত কারনেই একটু positive মনে হয় কিন্তু মাঝে মধ্যে এমন এমন মন্তব্য করেন যা আমার কাছে দূরভেদ্য মনে হয় whether he is positive or negative. ঢাকায় কোথায় ফ্যামিলিকে রাখবো এটা নিয়ে অনেক ভাবলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে মীরপুর লক্ষ্মীকঞ্জুতে বাসা ভাড়া নেব এবং নিলাম। ভাবলাম মেয়েটি ছোট, আসমাকে কলেজ করতে হয় সেই ঘিওর। বদি ভাই সাহাজ্যে আসতেও পারেন। কিন্তু লাভ হয় নাই। ওনি হজে গেলেন, বিসশের সবাইকে বলে গেলেন, আমার পাশের ফ্লাটে বলে গেলেন, অথচ আমাকে বলে গেলেন না। আমার মেয়েকে দেখলেও তিনি ডাক দেন না। আমি সালাম দিলেও ওনি সালামের উত্তর নেন না। মুখ ঘুরিয়ে নেন। এর কারনটা কি? ব্যাখ্যা করছি। লক্ষ্মীকঞ্জুর বাড়ির মালিক যিনি, তিনি অততান্ত অসৎ এবং ঘোষখোর। আবার লক্ষ্মীকঞ্জুর মালিকের বড় ভাই বদি ভাইয়ের খুব ভাল বন্ধু। বদি ভাই যে কোন কারনেই হোক, তিনি এই বাড়িটার কেয়ারটেকারের কাজটা করছেন। এই কেয়ারটেকারের কাজটা করার জন্য আমার ধারনা তিনি কোন টাকা পয়সা নেন না। তবু তিনি কাজটা করেন। আমি জিনিসটা সাপোর্ট করিনি। তাই তার এতো রাগ। তার ব্যাখ্যা হচ্ছে, লক্ষ্মীকঞ্জুর মালিকের আরেক ভাই যিনি তার বন্ধু, তিনি অসৎ নন। And by profession, he is a teacher and ex-principal. So, he cant leave him as friend even his brother partner is not honest.যদিও বদি ভাই কথাটা মুখে বলেন নি কিন্তু কাজকর্মে বুজাছছেন। আমার সঙ্গে বদি ভাইয়ের সম্পর্কটা একদম চরমে। আসমাকে উদ্দেস্য করে উনি একদিন বললেন, আসমা একটি ডাইউস, আমি জিজ্ঞাসা করলাম, দাইউশ মানে কি? উনি বললেন, যে কোন হুযুরকে জিজ্ঞাসা করলেই জানতে পারব দাইউশ মানে কি। পরে জানতে পারলাম যে, দাইউশ মানে খারাপ মেয়ে।