২৯/৯/২০২০- মেন্টর হোন

Categories

একটা কথা তো ঠিক যে, যার কেউ নাই, তারও কেউ না কেউ আছে। যখন বাবা মা অভিভাবকরা বেচে থাকেন, তখন তো তারা আছেনই, কিন্তু যখন তারা আর কেউ বেচে থাকেন না, মনে হতে পারে, হয়তো আমাদের জীবনে আমাদের পাশে আর কেউ নাই। কিন্তু বাস্তব হচ্ছে- এই বিশাল দুনিয়ায় যার কেউ নাই, তারও পাশে কেউ না কেউ থাকে, থেকেছে। হয়তো এটা আগে থেকে লিষ্টে তাদের নামে থাকে না কিন্তু প্রয়োজনে এসেই যায়। তাই আমি সবসময় নিজে এবং অন্য সবাইকে বলি, কখনো নিজেকে একা ভাববেন না, কখনো নিজেকে অসহায় ভাববেন না। আর কারো যদি সত্যি সত্যি নিজের আপনজনের লিষ্টে কারো নাম খুজে না পান, আর ভবিষ্যতে পেতে চান, তাহলে নিজের সন্তানদেরকে মানুষ করুন। তাদেরকে উপযুক্ত ব্যক্তিত্তে গড়ে তুলুন। তাদেরকে পড়াশুনা করে সুশিক্ষিত করুন। তাদেরকে শিক্ষা দিন যে, শর্টখাট রাস্তায় কোনোদিন বড় হওয়া যায় না। তাই তাদেরকে পরিশ্রমের মাধ্যমে বড় করে তুলুন। তাদের নিজের শক্তিতে প্রস্ফুটিত হোক সে ব্যবস্থাটা করুন অর্থাৎ পরিবেশটা দিন। নিজের ভিতরে একটা প্রচন্ড শক্তি সেই ঈশ্বর কিংবা ভগবান যাইই কিছু বলি না কেনো, আমাদের স্রিষ্টিকর্তা আল্লাহ প্রতিটি মানুষকে একটা সুপ্ত শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাদেরকে এই অদৃশ্য শক্তিটা বুঝাতে শিখুন। কেউ এর সন্ধান খুজে পায়, আর কী এর অস্তিত্তই খুজে পায় না। নেটওয়ার্কি নয়, কানেক্টিং পিপল, এই তথ্যে আপ্নিও বিশ্বাস করুন, তাদেরকেও বিশ্বাস করার শিক্ষা দিন।

আমাদের সমাজে মেন্টরের খুব অভাব আছে। মানুষ মেন্টর হতে চায় না, তারা মেন্টর খুজে, তাদের সাথে যুক্ত হতে চায়। তাই, আমি উপদেশ দেই, আপনি নিজে মেন্টর হোন। মানুষ আপনাকে খুজবে।