৩০/০৩/২০২১-মানুষের মন

Categories

মানুষের মন দূর অনন্ত ছরানো এক সুন্দর দুনিয়া। কিন্তু এই মন কখনো কখনো আমাদের ধনিত করে দেয়। আমাদের ভুল পথে চালিত করে, ভুলকে ঠিক আর ঠিক কে ভুল বলে দেখায়। এমন অবস্থায় আমাদের জ্ঞান আর বিবেক আমাদের সবচেয়ে কাছে সংগী। তাই আমাদের এটাই পরামর্শ যে, মনের কথা শুনুন কিন্তু মাথার রাস্তায় চলুন। তা না হলে খারাপ পরিস্থিতি অনির্বার্য।

কারন যে কোনো কারনেই হোক মানুষের জীবনে ঘটে যাওয়া একটা দূর্ঘটনা বাকী সবার জীবন পালটে যায়, সপ্ন তছনছ করে দেয়। কোনো বেপরোয়া ঘটনায় অন্য সবার জীবন বিধ্বস্ত হয়ে যায়। মানুষ চরম অসহায় হয়ে যায়। গতকাল যে সময়টায় আনন্দ ছিল, তারপরের দিন সেই সময়টায় মানুষ চোখের জলে ভাসতে থাকে। সেই জলে ভাসতে থাকা কঠিন সময়টা পার করতে করতে আরো অনেক কঠিন পথ সামনে এসে হাজির হয়। তখন শুধু মনে হয়, এখন কার সময়ে বেদনায় ভাসতে থাকা খারাপ পরিস্থিতিটা কেবল খারাপ পরিস্থিতির শুরু মাত্র।

যে বাড়িতে সবাই এক জনকে মেরে ফেলতে চায়, সে বাড়িতে কাউকেই কিছু বলে লাভ হয় না। কেউ তখন তার কথা শুনে না। কোনো আওয়াজ ও বাইরে যায় না। ঘুরে ঘুরে সেই আওয়াজ আবার নিজের কাছেই ফিরে আসে। একে প্রতিধ্বনি বলে না, একে বলে মৃত্যুর অগ্রিম বার্তা।