৩১/০৭/২০২৪
এখন দরকার
সেনাবাহিনীর সরকার
আজকে এই স্লোগানটা আমাকে একেবারেই কনফিউজড করে ফেল্লো। কিন্তু আমি খুব গভীরভাবে ভিডিওটা আবার দেখলাম। কিছু সেনাবাহিনী গোটা অনেক ছাত্রদেরকে বাধা দিচ্ছে যাতে কোন আন্দোলন না করে। ছাত্ররা উত্তেজিত, কিন্তু সেনাবাহিনি না তাদের গুলি করতে পারছে না আন্দোলনকে থামাতে পারছে। তারা বেশ ভদ্র এবং ভালো ব্যবহার করে ছাত্রদেরকে বুঝিতে একটু শান্ত হবার চেষ্টা করাচ্ছে। ঠিক সেই সময়েই একটা স্লোগান এলো
এখন দরকার
সেনাবাহিনীর সরকার
কি অদ্ভুত ব্যাপারটা!
আদ্ভুত না।
কারন কোনোভাবে যদি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আর একটা গুলিও না করে, যদি এরা এদের আন্দোলনকে আর বাধা না দেয়, এই সরকারের আর কোন বিকল্প নাই। হতে পারে এটা বড় আরেকতা গেম প্ল্যান। হতে পারে সেনাবাহিনীকে নিজেদের আস্থায় নেয়া।
তখন মনে হলো- এখানে কি শুধু ছাত্ররাই তাদের মাথা খাটিয়ে গেম খেলছে? নাকি কেউ আছে এদের পিছনে যারা গাইড করছে?
ইয়েস, কেউ তো গাইড করছে। সরকারকে গাইড করছে ডিবির হারুন, ১৪ দলের কিছু ব্যাক ডেটেড রাহ্নীতিবিদ, আর সরকারের মন্ত্রীরা তো একেবারেই নস্যি এসব জেনারেশনের কাছে। সরকারকে গাইড করার জন্য কোনো পাকা বুদ্ধিদাতাও নাই। এমন কি আওয়ামিলীগের যারা পুরানো ছাত্র নেতা তারাও কিন্তু সরকারকে এখন মনে হচ্ছে গাইড করছে না। অন্যদিকে, ছাত্রদেরকে গাইড করার জন্য সারা দেশের আইনজীবি, ব্যবসায়ী, টিচার, অভিভাবক যেনো উঠে পড়ে লেগেছে।
পারবে কি ওয়াকার? পারবে কি ডিবির হারুন? পারবে কি ওবায়দুল কাদের? কিংবা আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তথ্য মন্ত্রীরা? পারবে না।
ব্যাপারটা দেখছি খুব কাছ থেকে।