১২/১২/২০০০- প্রিয় কর্নেলস

আসসালামুয়ালাইকুম। আশা করি আপ্নারা সবাই ভালো আছেন, আর সেই সাথে রইলো আমার আসন্ন ঈদের শুভেচ্ছা। আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে আমার প্রান ঢালাশ্রদ্ধা এবং শুভেচ্ছা রইলো। আমি আমার গানারী কোর্ষ-এডি করার সময় আপনাদের উপস্থিতি আমি এখনো তাজা মনে অনুভব করি এবং সত্যি বলতে কি, আমি বগুড়ায় জেনারেল ষ্টাফ অফিসার-২ (অপারেশন) এর দায়িত্তে থাকা কালীন আপনাদের সাথে কাতানো সময় তা এখন খুব মিস করি। সেটা ছিলো একতা অদ্ভুদ চমৎকার সময় আমার জীবনে।

স্যার, আপ্নারা শুনে হয়তো খুব খুশী হবেন যে, আমি আমার অফিসার্স গানারী ষ্টাফ কোর্ষ-২ (এয়ার ডিফেন্স) খুব সাফল্যের সাথে সম্পন্ন করেছি। এবং আগামীকাল আমি ঈদের ছুটি শেষে পুনরায় আমার নতুন কর্মস্থল আর্মি হেড কোয়ার্টারস এর মিলিটারী ট্রেনিং ডিপার্ট মেন্টে জেনারেল ষ্টাফ অফিসার-২ (মিলিটারী ট্রেনিং) এ যোগদান করতে যাচ্ছি।  আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে, প্রাথমিক ভাবে এই অফিসার গানারী কোর্ষের নির্বাচনী পরীক্ষায় আপ্নারা আমাকে এক মাসের পূর্ন ছুটি দিয়ে যে সাহাজ্য করেছে, তা আসলেই ভুলার মতো নয়। এবং আপনাদের এই সাহাজ্য না পেলে আমার জন্য এতা সত্যি বাস্তবায়ন করা সমভব হতো না। আপ্নারা সবাই জানেন যে, একজন জেনারেল ষ্টাফ অফিসার -২ (অপারেশন) এর কতটুকু গুরু দায়িত্ত থাকে এবং কি পরিমান ওয়ার্ক লোড থাকে।

স্যার, আমি আশা করি, আর্মিতে সবার আগে আমার করা ইন্ট্রানেট ফেসিলিটি নিসচয়ই আপ্নারা উপভোগ করছেন। আমি জানি না, এই মুহুর্তে উক্ত ইন্ট্রানেট প্রোজেক্ট তা কেমন চলছে তবে আমি গর্বের সাথে বলতে পারি যে, যদি ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল করিম ভুইয়া আমাকে এই কাজে সর্বাত্তক সাহাজ্য না করতেন, তাহলে এই প্রোজেক্ট কোনোভাবেই দাড় করানো সম্ভব হতো না। আজ হয়তো অনেকেই এর মাহাত্য বুঝবে না বা জানছে না, ফলে অনেকেই এর সুফল ভোগ করতে পারছে না স্রেফ এটা না বুঝার কারনে কিন্তু আজ অন্তত ডিভিশনের সবাই জানে ইন্টারনেট কি এবং ইন্ট্রানেট কি। একদিন হয়তো তারা এতার মাহাত্য এবং সুফল কি বুঝতে পারবে এবং তখন হয়তো আজকে আমার করা এই প্রোজেক্ট সবার কাছে একতা প্রশংসার দাবী রাখবে। তখন তারা হয়তো বুঝবে যে, ইনফর্মেশ হাই ওয়ে ছাড়া আসলে জীবন প্রায় অচল।

স্যার আমার জন্যে দোয়া করবেন। স্যার শুনে খুশী হবেন যে, আমার আরো একটি চমৎকার মেয়ে হয়েছে। ওর বয়স এখন দুই মাস। আপ্নারা ভালো থাকবেন। আমার আবারো শুভেচ্ছা এবং শ্রদ্ধ্যা রইলো।

মেজর আখতার

ছাত্র অফিসার

ও জি এস সি- (এ ডি-২)

হালি শহর, চট্টগ্রাম 

Dear Cols,

Assalamualaikum. I wish you a very good Eid Mubarok and happy New Year 2001. Our best regards and respect to you and your family. I often remembered you during my course ‘Officers’ Gunnery Staff Course (OGSC), Air Defense –2’. Sir I really had a very good time with you at Bogra while serving at the Div HQ.

Sir, you will be certainly happy to know that I have just completed my OGSC (AD) –2. Right day after tomorrow we all will be leaving the Artillery School. I will be joining at my new working place (AHQ, MT Dte as GSO-2) right after Eid vacation. Sir, I just wanted to say my deep thanks to you for all types of blessings that I received from you. I just can remember fresh that you gave me complete one-month leave for my preparation. Without that period, it would not be possible to qualify in the entrance test. And you are certainly aware of the load of GSO-2 (Ops). My family and I will remember your kindness.

Sir I hope you are enjoying the Internet facility at Bogra. I don’t know what is the condition of our Local Intranet System but I can proudly boast that if Brig. Gen. Ikbal Karim Bhuiyan and you would not be there, it would not be possible. May be as on today mass people are not yet habituated or dependent on the Information Technology (IT) system, that’s why the project could not get the required speed and cooperation from many users but at least our divisional officers’ came to know, there is something called Intranet and people can interact each other using this Information Super Highway.

Sir, pray for me and for my family. Sir I have been blessed with a beautiful daughter. She is my second daughter. She is two months old now.

My best regards to Madam and your family. Eid Mubarok.

                                                                        Maj Mohammad Akhtar Hossain, psc

Student Officer

OGSC- (AD) –2

Halishahar, Chittagong

December 2000

To:

Col Mollah

Col Azim

Col Hasan Shorawardi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *