সেনাবাহিনীর চাকুরী একটা বিশেষ চাকুরী। বলা হয়, যে একবার সোলজার, সে নাকি আজীবন সোলজার। কথাটা একেবারেই সত্য। আমিও আর্মিতে থাকতেই চেয়েছিলাম, কিন্তু এদেশের রাজনীতি আর বড় বর আর্মির জেনারেলরা যেভাবে নিজেদের মর্যাদা টাকা, ক্ষমতা আর বিলাসের উপর ছেড়ে দিয়েছেন, তাতে মানসম্মান নিয়ে আর্মিতে থাকা কঠিন। ফলে ষ্টাফ কলেজ করে, গানারী ষ্টাফ করে, একটা পদাতিম ডিভিশনের জিএসও-২ (অপারেশন), আর্মি হেড কোয়ার্টারে জিএসও-২ (ট্রনিং), এ রকম আরো ভালো ভালো পদে আসীন থেকেও, বের হয়ে এসেছি আর্মি থেকে। খারাপ লেগেছিলো, কিন্তু নিজের কাছে আত্তসম্মানতাই বড় মনে হয়েছে, আর নিজের উপর একটা ভরষা ছিলো। সবার অনুরোধ উপেক্ষা করেই আমি শেষ পর্যন্ত আর্মি থেকে ১৮ বছর চাকুরী করে ১৯ তম বছরে বেসামরীক অংগনে এসে কোনো চাকুরীর জন্য এপ্লাই না করে ব্যবসায় মনোযোগ দিয়েছি। আজ তার প্রায় ১৭ বছর পুর্ন হতে যাচ্ছে। আরেকটা আর্মির চাকুরীর বয়সের সমান প্রায়।
আর্মির এই ১৮/১৯ বছরে আমার যেখানে যেখানে যা যা রেকর্ড আছে, তার সমস্ত হিসাব কিতাব এই ছোট্ট পাতায়।