01/05/2022- Russia’s 3B strategy in Ukraine

যুদ্ধ জয়ের সবচেয়ে বড় ট্যাক্টিক্স হচ্ছে সেই কউশলটা যা আগে কোথাও ব্যবহার করা হয় নাই। সব দেশ সব সময় তাদের সামরিক সদস্যদেরকে একটা ধাচের মধ্যে সমর বিদ্যা চর্চা করান। কিন্তু কেউ যদি ততাহকথিত সমর জ্ঞান পালটে এমন কিছু অভিনব কায়দা গোপনে পরিচালনা করেন যার সম্পর্কে কারো কোনো ধারনা নাই, তখন অনেক অস্ত্র খরচ করেও শত্রুকে মোকাবেলা করা সম্ভব হয় না। পুতিনের সমর কৌশলের মধ্যে এমন কিছু নতুনত্ত আছে যা সচরাচর বই পুস্তকে লিখা নাই। একটু খোলাসা করে বলি;

কিয়েভের একদম কাছে গিয়ে সে আর কিয়েভ দখল করলো না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দখল করতে পারলো না। কিভের কাছাকাছি (মানে মাত্র ১০ কিমি দূরে) অবস্থান করলো প্রায় ৮ দিন। কিছুই করলো না। অবাক লাগার কথা। প্রায় ৬৬ দিন অতিবাহিত হয়ে গেলো, বুঝা যাচ্ছে না আসলে কে জিতে যাচ্ছে। রাশিয়ার আগ্রাসনকে আমি কিন্তু সাপোর্ট করছি না। এটা আগ্রাসনই বল্বো। অন্যায় তো অবশ্যই। কিন্তু যেহেতু সুপার পাওয়ারগুলি এখন নিজেরাই নিজেদের জন্য খেলছে, দেখি রাশিয়া কোন রহস্যময় সমর কৌশল অবলম্বন করছে।  

Cdr Benjamin “BJ” Armstrong, a US naval officer যাকে বলা হয় সমর চিন্তায় একজন পারদর্শী। তিনি মন্তব্য করেছেন, রাশিয়া ক্রিমিয়া দখলের সময় যে ট্যাক্টিক্স অবলম্বন করেছিলো যাকে Russia’s 3B strategy বলা হয়, সেই একই ট্যাক্টিক্স পুতিন ইউক্রেনেও অবলম্বন করেছে বলে মনে হয়। তাহলে এই Russia’s 3B strategyটা কি?

In Russia’s 3B strategy, the first B stands for ‘Blockade’,

the second for ‘Bombardment’ and

the third for ‘Boots’ on the ground.

US military experts suggest that Russia so far has successfully executed this strategy that has seriously hampered Ukraine’s fighting ability in the eastern part of the country.

এই স্ট্রাটেজি পালনে ক্রিমিয়া দখলের সময় রাশিয়া প্রথমে ইউক্রেনের Sevastopol port কে ব্লকেড এবং চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। তারপর রাশিয়া ইউক্রেনের ডিফেন্স ফোর্সকে বোম্বার্ডমেন্টে ধংশ করে ফেল্লো। then it landed its boots in Crimea.

ঠিক একই কাজ ফেব্রুয়ারীর ২৪ তারিখ থেকে রাশিয়া শুরু করেছে।  রাশিয়া  ইউক্রেনের Sevastopol port কে লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করেছে, ক্রিমিয়া দখলের সময়ও সে এটা করেছিলো। অতঃপর সেখান থেকে ডেডলী মিসাইলস, মেরে ইউক্রেনের ডিফেন্স ফোর্সকে এটাক করেছে। অতঃপর রাশিয়া Kerch Strait প্রনালীকে ব্লক করে দিয়েছে। Kerch Strait হচ্ছে আজম সাগর এবং ব্ল্যাক সাগরকে সংযোগ করে। ফলে আজব সাগরের পুরু কন্ট্রোল রাশিয়া নিয়ে নেয়। And lastly, it landed its boots in Ukraine to usurp the vast swathes of the country. এর মাধ্যমে রাশিয়া ঠিক আগের মতোই তার 3B strategy পরিচালনা করলো।

Now, Russia is applying this strategy to the whole of Ukraine, by creating a blockade of the Ukrainian territories by hijacking the port cities of Mariupol, Berdyansk, Mykolayiv and Odesa.

এখন যেটা রাশিয়া করছে তা হলো-এই ব্লকেডের মাধ্যমে ইউক্রেনের ফোর্স এবং অর্থনীতি পুরুটাই বিপর্য্যের মুখে। রাশিয়ার এই ব্লকেডের জন্য ইউক্রেন তাদের অঢেল খাদ্য সামগ্রী এশিয়া, ইউরোপ এবং আমেরিকায় রপ্তানী করতে পারছে না। অথচ ইউক্রেনকে বলা হতো ইউরোপ/আমেরিকার খাদ্য ভান্ডারের একটি গুদাম।

একটা সমীক্ষায় দেখা গেছে যে, ২০১৯-২০২০ সালে ইউক্রেন ছিলো প্রিথিবীর ২য় বৃহৎ রপ্তানীকারক দেশ। ২০২০-২১ সালে আগের বছরের থেকেও প্রায় ২৫% বেশী উতপাদন করেছিলো ইউক্রেন যেখানে প্রধান খাবারগুলি ছিলো বার্লি, কর্ন, সিরিয়াল, ভেজিটেবল ওয়েল। এখন সে সব খাদ্য সামগ্রির বহির্বিসশে ইউক্রেন রপ্তানী করতে পারছে না। অচিরেই সারা বিসশে খাদ্যের একটা সংকট তৈরী হতে পারে বলে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে।

Now, you may ask, what exactly are America and Ukraine doing to prevent Russia’s 3B strategy to come to fruition? Well, frankly speaking, the two nations seem to be falling prey to Russia’s carefully fabricated military warfare. Ukraine still has not devised any strategy to break Russia’s 3B trap, and that’s what has now unnerved US military experts in epic proportions.