ছবি হচ্ছে অতীত ধরে রাখার একটা চেষ্টা মাত্র। এই চেষ্টাটা আমার কখনোই ছিলো না। আসলে হয়তো আমার সে রকমের সামর্থও ছিলো না। তারপরেও যতটুকু আছে সেটা দেখলে আমার মাঝে মাঝে সেই পুরানো দিনের অনেক কথা, অনেক স্মৃতি মনে পড়ে। আমার সেই ছোট বেলা থেকেই আমি একটা ব্যাপার খেয়াল করেছিলাম যে, আমার বন্ধুরা যখন হইহুল্লুর করে ছবি তোলায় ব্যস্ত, আমার কেনো জানি সে রকম কিছু ছিলো না। এর জন্য যে আফসোস হয় না তা নয়। আমার সেই শৈশবের স্মৃতি ধরে রাখার জন্য খুব বেশী একটা ছবি নেই বললেই চলে।
কিন্তু এই ব্যাপারটা আমি বেশ সগ্রহী হয়ে উঠি যখন আমার সন্তানেরা আমার ঘর আলোকিত করে তুল্লো। আমি ওদের অনেক ছবি তুলেছি, সংরক্ষন করার চেষ্টাও করেছি। শুধু তাইই নয়, আমার জীবনে যারা খুব কাছাকাছি এসেছিলো, আমি তাদেরকেও ধরে রাখার চেষ্টা করেছি। এর মধ্যে অনেকেই আজ আমাদের মধ্যেও নেই। কোনো একদিন হয়তো আমিও থাকবো না।