Wife: What is inflation?
Husband: Earlier you were 36-24-36. But now, you are 48-40-48. Though you have everything bigger than that of before, your value has become less than that of before. That's the inflation.
(After giving this definition, husband was found missing, and yet to trace him where is he at this moment) Joke on Economics: Economics is not that difficult if we have the right examples.Interviewer: What is recession?
Candidate: When 'Wine and Woman' get replaced by 'Water and Wife', that critical phase of life is called Recession.
Interviewer: What is the difference between Liability and Assets?
Candidate: A drunk male friend is a Liability but a drunk female friend is an Asset.
Interviewer: What is the benefit of having two wives?
Candidate: If you have 2 wives, you have following benefits:
(a) Monopoly is broken.
(b) Competition improves the quality.
(c) If you have 1 wife, she fights with you but if you have 2 wives, they fight for you.
Interviewer: What is philosophy on marriage?
Candidate: At the beginning, every wife treats her husband as GOD. Later, somehow, alphabets get reversed.
Interviewer: Then, what is the secret formula for married couples?
Candidate: "Love one another" and if it does not work, bring the last word in the middle.
বল্টুকে যেদিন পুলিশে ধরে থানায় নিয়ে গেলো, সেদিনও প্রচুর মদ গিলেছিল বল্টু । ওর হাঁটাচলা, কথাবার্তা, হাবভাব সবকিছুই অসংলগ্ন ঠেকছিল দারোগাবাবুর। অথচ বল্টু'র মুখে মদের কোন গন্ধ নেই, ব্রেথ এনালাইজার মেশিনেও অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ছিলো না কোনমতেই। কিন্তু দারোগাবাবুর দৃঢ় বিশ্বাস বল্টু মদ খেয়ে আছে। অনেক চেষ্টার পরেও হতাশ দারোগাবাবু শেষমেশ বল্টুকে ছেড়ে দিতে দিতে বললো, "দেখ ভাই, আমি জানি তুই মাল খেয়ে আছিস। কিন্তু আমরা প্রমাণ করতে ব্যর্থ।" তারপর দারোগাবাবু বল্টুর হাতে ২০০০ টাকার নোট ধরিয়ে দিয়ে বললো, "আসল রহস্যটা কি? এটা তো অন্তত বলে যা "।
যুদ্ধজয়ের হাসি হেসে বল্টুর জবাব, " স্যার আমি পাইপ লাগিয়ে পেছন দিক দিয়ে খেয়েছি। ধরা পরবে কিভাবে? এইজন্য মুখ থেকে কোন গন্ধ নেই, আপনার মেশিনও ফেল।
থানা থেকে বেরোবার সময় গম্ভীর দারোগা সাহেব বল্টুকে আবার কাছে ডাকলেন, এবার ৫০০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন, "দেখ ভাই, এই কথাটা আর কাউকে কোনদিন বলিসনা "। বল্টুর এবার অবাক হওয়ার পালা। কাঁচুমাচু মুখে তবুও দারোগাকে বলেই ফেললো, "কিন্তু এই ব্যাপারটা কাউকে না জানালে আপনার কি লাভ স্যার? "
রাগতস্বরে এবার দারোগার জবাব,...
"শালা , মাতালদের শুধু মুখটাই শুঁকতে হয়েছে এতোদিন, এখন থেকে কি ....................
------------------------------------------------------------------------------------------------------------------------------- বল্টু পল্টু দুজন বন্ধু। একজন বিয়ে করতে যাচ্ছে আর অন্যজন বরযাত্রী। বল্টু বিয়ে করতে যাচ্ছে, সে পল্টুকে বলল ....."এই পল্টু তুই এমন একটা কিছু বল যাতে বউকে সারা জীবনের মত ইমপ্রেস করতে পারি।" পল্টু "আচ্ছা তুইতো আগে কোনোদিন মদ খাইতিনা , এখন খাস ? বল্টু বলল--উঁহু ,এখনো খাই না। - যাক, তাইলে খুব ভাল হল। এক কাজ করিস , বিয়ের পর বাসররাতে, একটা ফুল সাইজের মদের বোতল নিয়ে ঘরে ঢুকবি। স্বাভাবিকভাবেই তোর বউ দেখা মাত্রই চেঁচামেচি করবে। তুইও ভাল মানুষের মত বউয়ের সামনে বলবি, "দেখ তোমার যদি পছন্দ না হয় আমি প্রতিজ্ঞা করছি আজ থেকেই কোনোদিন মদ খাবোনা। ব্যাস ,তোর আত্মত্যাগ আর এই কথা শুনেই বউ তোর প্রতি অনুরক্ত হয়ে পরবে।" বল্টু ঠিক এই রকমই করল। বাসর রাতে মদের বোতল নিয়ে ঢুকলো। মদের বোতল দেখা মাত্র , বল্টুর বউ চেঁচায় উঠলো ... " খবরদার বল্টু, আমারটায় সোডা মেশাবে না" -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------