১৭/১/২০২৪-কনিকা আবার আমেরিকায় ব্যাক করে

গত বছরের (২০২৩) ২৫ ডিসেম্বর কনিকা আমেরিকা থেকে দেশে এসেছিলো উম্মিকার বিয়ে উপলক্ষে। আজ ওর আবার আমেরিকায় যাওয়ার দিন। সন্ধ্যা পৌনে আটটায় এমির‍্যাটসে ফ্লাইট। সময়টা ভালই কেটেছিলো এই কয়দিন। উম্মিকা এতোদিন বাসায় থাকতো, বিয়ের পর স্বামীর বাসায় থাকছে। পাশেঈ ওদের ভাড়া বাসা। মাত্র কয়েক মিনিটের রাস্তা। এতোদিন কনিকা ছিল, আজ চলে যাচ্ছে। থাকছি শুধু আমি আর আমার স্ত্রী মিটুল চৌধুরী।

জীবনের স্থায়িত্ব খুব কম এবং এর ধইর্ঘ আমাদের চাহিদার তুলনায় এতোটাই ছোট যে, আমরা ইচ্ছে করলেই আমাদের সব সপ্ন পুরন করতে পারিনা। সামর্থ থাকাটা বড় ব্যাপার না, সময়টা বড় ব্যাপার। এই সময়টা যেহেতু