আর্মির কোর্ষ রিপোর্ট এবং স্কুল কলেজের সার্টিফিকেট

আর্মির কোর্ষ রিপোর্ট এবং স্কুল কলেজের সার্টিফিকেট

 

একটা সময় ছিলো যখন একেকটা কোর্ষ রিপোর্ট, কিংবা গ্রেড রিপোর্ট পাওয়ার জন্য রাতের পর রাত, দিনের পর দিন খেটেছি। সেই ছোট বেলায় অনেকেই হয়তো আমাকে 'আমার জীবনের উদ্দেশ্য' কি এই প্যারাগ্রাফ কিংবা রচনা লিখতে বলতো। আজ এতো বছর পর, হাতের কাছে কতো সার্টিফিকেট, কত কোর্ষ রিপোর্ট, কিন্তু এখন আর আমাকে কেউ আমার জীবনের উদ্দেশ্য কি সেটা নিয়ে আর কোনো রচনা লিখতে বলে না। এর মানে হলো, আমার এসব সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে। এগুলি দিয়ে আমার আর কোনো কাজ হবে না। এটাই জীবনের মজা বা পরাজয় যেটাই বলি।